শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশালে গণধর্ষণের পর হত্যা, দুইজনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক।।
ধর্ষণ ও হত্যার ঘটনায় বরিশালে দুইজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক। সোমবার (১৮ নভেম্বর) ওই আদালতের বিচারক মোহাঃ রকিবুল ইসলাম এ রায় প্রদান করেন।

মামলার সরকার পক্ষের আইনজীবী জানান- ২০২২ সালের ১২ জানুয়ারি সকাল ৮ টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নিজ বাড়ীতে গণধর্ষনের ঘটনা ঘটে। এরপর তাকে হত্যা করে লাশ সন্ধ্যা নদীতে ফেলে দেয়া হয়।

এ ঘটনায় মৃত ওই নারীর ছেলে ইমরান হোসেন বাদী হয়ে বাবুগঞ্জ থানায় দুইজনকে আসামী করে মামলা দায়ের করেন।

মামলায় সাক্ষি গ্রহন শেষে ঘটনা প্রমানিত হওয়ায় আদালত আসামী সয়ন চন্দ্র শীল ও সুমন ফকিরকে মৃত্যুদণ্ড প্রদান করেন। পাশাপাশি দুই আসামীকে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *