বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬

কলাপাড়ার ধুলাসারে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক

মাহতাব হাওলাদার, মহিপুর : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসারে আলহাজ্ব জালালউদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি আবাসন প্রকল্প থেকে মোঃ এনায়েত (২৩) নামে এক যুবককে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৭টায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দিয়েছেন কলাপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন সাদেক।
এসময় সহযোগিতা করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী’র সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন সাদেক জানান, যেহেতু এই ধরনের অপরাধ মোবাইল কোর্টে বিচার্য নয়,
তাই নিয়মিত মামলা রুজু করে রাতেই কলাপাড়া থানায় সোপর্দ করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনৈক কর্মকর্তা বলেও সূত্র জানিয়েছে।

আরো পড়ুন

বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিমকে তলব, পুলিশি তদন্তের নির্দেশ

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মুফতি মাওলানা ফজলুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *