বুলবুল আহমেদ, রাজাপুর : ঝালকাঠির রাজাপুরে নির্বাচনে প্রচারনার সময় জামায়াতে ইসলামীর কর্মীর উপরে হামলা।মঙ্গলবার ২৭ জানুয়ারি আনুমানিক রাত আটটার দিকে উপজেলার সাড়ে চার আনি এলাকায় পশ্চিম রাজাপুর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন মসজিদ থেকে জামায়াতে ইসলামী কর্মী আব্দুল করিম শিকদার এশার নামাজ শেষে দাড়িপাল্লার প্রচারনায় নামলে হঠাৎ অতর্কিত হামলা চালায় বিএনপির নেতাকর্মী।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।আহত করিম সিকদার জানান সদর ইউনিয়ন এর ০৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি বাচ্চু হঠাৎ ৫০-৬০ জন লোক নিয়ে আমার পথরোধ করে বলে জামায়াত করো এই বলেই হামলা চালায়।
ঘটনা শুনে ঝালকাঠি -১ আসনে এগারো দল (ঐক্যবদ্ধ বাংলাদেশ) মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক সহ জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তাৎক্ষণিক রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ছুটে আসে।
এ সময় তিনি বলেন আমাদের নির্বাচনী কার্যক্রম এর আমাদের কর্মীর উপর হামলা রক্তাক্ত করেছে এই রক্তের উপর ভর করে ১২ তারিখ আমরা ব্যালট যুদ্ধে জয়লাভ করব। আমরা অতি দ্রুত এই সন্ত্রাসী যুবদল নেতা বাচ্চুর গ্রেফতারের দাবি জানাই।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।