বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

‎পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযান: ৪৯৬ পিস ইয়াবা ও ধারালো অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি : ‎পিরোজপুর সদর উপজেলার পূর্ব শিকারপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও দেশীয় ধারালো অস্ত্রসহ মাদক কারবারের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ‎আজ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকাল ১০টার দিকে পূর্ব শিকারপুর এলাকার ‘খান মঞ্জিল’ নামক একটি দুইতলা ভবনে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৯৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৭টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন— ‎মোঃ টিপু কাজী (পিতা: জালাল কাজী), ‎মোঃ নুর ইসলাম (পিতা: শাহ আলম), ‎ইমরান হোসেন (পিতা: রওশন মিয়া) এবং ‎মোঃ সজিব খান (পিতা: কে এম সিদ্দিকুর রহমান)। ‎তারা সবাই পিরোজপুর সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা।

‎অভিযান শেষে উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও গ্রেপ্তারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পিরোজপুর সদর থানার পুলিশ গ্রেপ্তারকৃতদের হেফাজতে নেয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাৎক্ষণিকভাবে ১৬ পিস ইয়াবা নিষ্পত্তি করেন। অবশিষ্ট ৪৭৮ পিস ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কর্তৃক দায়েরকৃত মামলার আলামত হিসেবে জব্দ করা হয়।

‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা (মামলা নং ১৬/২০২৬, ১৭/২০২৬ ও ১৮/২০২৬) দায়ের করা হয়েছে। আদালত অভিযুক্তদের প্রত্যেককে ২৪ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত দেশীয় ধারালো অস্ত্রের বিষয়ে পৃথক জব্দ তালিকা প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে। ‎অভিযানে উপস্থিত ছিলেন মেজর ইশরাক রহমান, ক্যাম্প কমান্ডার, পিরোজপুর সদর সেনা ক্যাম্প; আল আমিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পিরোজপুর সদর উপজেলা; মোঃ নজরুল ইসলাম, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুরসহ যৌথ বাহিনীর অন্যান্য সদস্যরা।

আরো পড়ুন

ইসলামের নামে তারা মিথ্যাচার করছেন: চরমোনাই পীর

অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুফতী রেজাউল করীম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *