কাজল দে হিজলা প্রতিনিধি।।
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে ‘মা’ ইলিশ সংরক্ষণ অভিযানে ৫জন জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মোঃ ইলিয়াস সিকদার।
এছাড়াও প্রায় ২৫হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। উদ্ধারকৃত ২০কেজি ইলিশ মাছ বিভিন্ন এতিম খানায় দান করা হয়।
জানা যায় ১৬অক্টোবর, বৃহস্পতিবার সরকারি নিদের্শনা মোতাবেক বিকালে হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ও কোস্টগার্ড মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করে ৫জন জেলেকে আটক করেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মা ইলিশ রক্ষা অভিযানে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের জন্য ০৫ জন জেলেকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আটককৃত জেলেদের মধ্যে ০১জন অপ্রাপ্ত বয়স হওয়ায় মুচলেকা দিয়ে মুক্তি দেওয়া হয়েছে অপর ০৪জনকে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় আমাদের কঠোর অভিযান অব্যাহত রয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।