বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

হিজলায় মা ইলিশ রক্ষা অভিযানে ০৫ জেলে আটক

কাজল দে হিজলা প্রতিনিধি।।

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে ‘মা’ ইলিশ সংরক্ষণ অভিযানে ৫জন জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মোঃ ইলিয়াস সিকদার।

এছাড়াও প্রায় ২৫হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। উদ্ধারকৃত ২০কেজি ইলিশ মাছ বিভিন্ন এতিম খানায় দান করা হয়।

জানা যায় ১৬অক্টোবর, বৃহস্পতিবার সরকারি নিদের্শনা মোতাবেক বিকালে হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ও কোস্টগার্ড মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করে ৫জন জেলেকে আটক করেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মা ইলিশ রক্ষা অভিযানে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের জন্য ০৫ জন জেলেকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আটককৃত জেলেদের মধ্যে ০১জন অপ্রাপ্ত বয়স হওয়ায় মুচলেকা দিয়ে মুক্তি দেওয়া হয়েছে অপর ০৪জনকে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় আমাদের কঠোর অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *