পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদে বিশেষ অভিযান চালিয়ে স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার (২৮ জানুয়ারি) রাত ৩টার দিকে নেছারাবাদ উপজেলার নিজ বাসায় আকস্মিকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতাররা হলেন: একই এলাকার রাসেল হাওলাদার (৩৫) ও তার স্ত্রী নাসরীন আক্তার (৩০)। রাসেল হাওলাদার স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জগৎপট্টি গ্রামের মৃত আবুল কালামের ছেলে। জানা যায়, দীর্ঘদিন ধরে এই দম্পতি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং গোপনে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।
অভিযানের সময় তাদের বসতঘর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও মাদকের মধ্যে রয়েছে: ৩৩০ পিস ইয়াবা, ৭ গ্রাম গাঁজা, ১২টি মোবাইল ফোন, ৫টি সিম কার্ড, দুটি সিসি ক্যামেরা, একটি মেমোরি কার্ড, ছয়টি গ্রাইন্ডার মেশিন, একটি জঙ্গল নাইফসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম।
অভিযান শেষে ওই দম্পতিকে উদ্ধার করা আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নেছারাবাদ সেনা ক্যাম্পের অফিসার আল আরাফের জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।’
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।