শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬

নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বোরহানউদ্দিনে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ১২

বোরহানউদ্দিন প্রতিনিধি // ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার ফজরের নামাজের পর টবগী ইউনিয়নের মনিরাম বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৩১ জানঃ (শনিবার) সকাল সাড়ে ৭টার দিকে জামায়াতে ইসলামীর কয়েকজন কর্মী টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগে গেলে বিএনপির এক নেতার বাড়ির সামনে বাধার মুখে পড়েন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা থেকে হাতাহাতি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মনোরঞ্জন বর্মণ জানান, উভয় পক্ষ মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। তবে এখনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

আরো পড়ুন

বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে নারীসমাজ ধানের শীষে ভোট দেবে- রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : নারীসমাজ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে আসন্ন নির্বাচনে ধানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *