শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬

মুলাদীতে ঈগল মার্কার প্রচারণায় গণমানুষের জোয়ার

ভূঁইয়া কামাল, মুলাদী : বরিশালের মুলাদীতে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের ১০ দলীয় জোট সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ঈগল মার্কা প্রতিকে ও ১২ তারিখ গণভোটে হ্যাঁ দিন এ প্রচারণায় শনিবার সকাল ৮টা থেকে দিনব্যাপী পৌর সদরে চলছে ঈগল মার্কায় ভোট দিন, গণভোটে হ্যাঁ দিন।
এ নির্বাচনী প্রচারণায় গণমানুষের ঢল নেমেছে। দলীয় সমর্থন ছাড়াও খেটে খাওয়া মানুষ, ভ্যান চালক ও বিভিন্ন পেশার লোক প্রচারণায় যোগ দিয়েছে। নির্বাচনী প্রচারণায় সকল প্রার্থীদের মধ্যে ব্যারিস্টার ফুয়াদই বেশী প্রচারণায় অংশ গ্রহণ করে ভোটারদের মন জয় করে নিয়েছে। তাই তার প্রচারণায় দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে থাকে।
মুলাদী পৌর সভায় বিশিষ্ট ব্যাবসা কেন্দ্র মুলাদী বন্দরের কয়েক হাজার ব্যাবসায়ীদের কাছে প্রার্থী নিজের হাতে ঈগল মার্কায় লিপলেট বিতরণ ও গণভোটে হ্যাঁ দেয়ার কথা বলে যাচ্ছেন। বিকেলে শতশত নারী সুধীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ব্যারিস্টার ফুয়াদ বলেন, আমাদের সবাই মিলে এই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
‘দেশ গড়তে হলে শুধু নেতৃত্ব পরিবর্তন করলেই হবে না, নীতিরও আমূল পরিবর্তন করতে হবে। কারণ, নেতৃত্ব যদি পরিবর্তন হয় কিন্তু নীতি-আদর্শ, চিন্তা ও দৃষ্টিভঙ্গি যদি আগের মতোই থাকে তবে দেশের মানুষের ভাগ্য কখনোই পরিবর্তন হবে না। আমাদের প্রয়োজন এমন একটি নীতি, যা জনগণের স্বার্থে নিবেদিত, দুর্নীতি ও বৈষম্যমুক্ত, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে প্রতিষ্ঠিত।’
ইতিহাস সাক্ষ্য দেয় যেখানে নীতি সঠিক, সেখানে নেতৃত্ব স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়; আর যেখানে নীতি বিকৃত, সেখানে নেতৃত্বও দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচারী হয়ে ওঠে।’ চাঁদাবাজ, অন্যায়, দুর্ণীতির বিরুদ্ধে ও গণভোটে হ্যাঁতে টিক দিন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, বরিশাল মহানগরীর আমীর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, উপজেলা জামায়াতের আমীর মাওঃ আবু ছালেহ, সেক্রেটারী মাও: ডা: মোরশেদ আলম, উপজেলা সহকারী সেক্রেটারী আব্দুল মোতালেব, উপজেলা সহকারী সেক্রেটারী আবদুল আহাদ ভূঁইয়া, পৌরসভা আমীর মো: হুমায়ুন কবির, সেক্রেটারী মো: কামাল হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী ও মুলাদী মহিলা কলেজের সভাপতি মো. ইব্রাহীম হোসেন, আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল এস. এম. ইখতিয়ার অলি,
উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মাও. মুফতি রফিকুল ইসলাম, মুলাদী পৌরসভার জামায়াতে ইসলামীর বাইতুলমাল সম্পাদক মো. আবু সায়েম, জামায়াত নেতা হাফিজুর রহমান সবুজ, মুলাদী উপজেলা শিবিরের সভাপতি হামিম হোসেন, শিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ ইসলাম সৌরভ, দাওয়া সম্পাদক মো: রাকিব হোসেন, মুলাদী সরকারি কলেজের শিবিরের সভাপতি মো: আহনাফ রহমান ভূঁইয়াসহ কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বিএনপি ছেড়ে তিন শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন মাহবুব মাস্টার

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে। বরিশাল জেলা বিএনপির সদস্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *