সম্পর্কিত খবর
বাংলাদেশ বাণী ডেস্ক॥
বিএনপির শোক মিছিলে হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ভাতিজা মঈন আব্দুল্লাহকে চারদিনের রিমান্ডে নিচ্ছে পুলিশ।
মইন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।
রোববার (২৪ নভেম্বর) বিকেল চারটায় মইনের চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন বরিশাল মেট্রোপলিটন আদালতের বিচারক নূরুল আমিন। এছাড়া আরও দুটি মামলায় মইনকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে আদালতের জিআরও এসআই এনামুল হক জানান, দুই মামলার দুই তদন্তকারী কর্মকর্তা ৫ দিন করে রিমান্ড আবেদন করেছিলেন। বিচারক দুই দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবং অপর দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মইনকে জেলহাজতে পাঠানো হয়।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানিয়েছেন, নগরীর চৌমাথা এলাকায় বিএনপির শোক মিছিলে হামলা ও সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। এ দুই মামলায় মঈন আব্দুল্লাহকে রিমান্ড দেওয়া হয়েছে।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট লস্কর নূরুল হক জানান, তারা জামিনের জন্য আবেদন করেছিলেন। আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শুনে দুদিন করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে। তবে পরবর্তী তারিখে তারা আবারও জামিনের আবেদন করবেন।
এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশান থেকে মঈন আব্দুল্লাহকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরকদ্রব্য আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা ছিল।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক ছিলেন মঈন আব্দুল্লাহ।