শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
RAFIQUL ISLAM
RAFIQUL ISLAM

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর রফিকুল ইসলাম  

 জাকিয়া সুলতানা শিমু,ববি প্রতিনিধি॥
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন প্রক্টরের দায়িত্ব পেয়েছেন ড. এ. টি. এম. রফিকুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়টির উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং সহকারী প্রক্টর হিসেবে দায়িত্বরত ছিলেন।
বুধবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আদেশে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি ধারা ৩৬(২)-এর ১৬(১) অনুযায়ী শিক্ষকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব প্রদান করা হলো।আদেশে আরও বলা হয়, উল্লিখিত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট শিক্ষকরা বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন।তবে যদি তারা একাধিক দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে বিধি মোতাবেক যে কোনো একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন।
এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। এর আগে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারারের যোগদান নিয়ে উত্তেজনার সৃষ্টি মধ্যেই পদত্যাগ করেন ববির প্রক্টর অধ্যাপক ড. রাহাত হোসেন ফয়সাল।শারীরিক অসুস্থতার কারন দেখিয়ে পদত্যাগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম।

আরো পড়ুন

ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক রাজধানীর মতিঝিল থানা এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *