শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আব্দুল্লাহ মামুন,বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
ঢাক-ঢোল পিটিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেকে কেটে উদযাপন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার দুপুরের শোভাযাত্রা টি উপজেলা পরিষদ চত্বরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়াম সভা মঞ্চে এসে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দিয়েছেন উপজেলা যুবদলের আহবায়ক রকিবুল হাসান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রাফিল ও উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ওবায়দুল হক।
পরবর্তীতে উপজেলা অডিটোরিয়ামে কেকে কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড. এইচএম তসলিম উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের (দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলু, বাবুগঞ্জ যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান ইরান, ভিপি জুয়েল, আসলাম হোসেন খোকন, মো. হানিফ তালুকদার লিটন, মাহমুদুল হাসান লিমন, রাজিব হোসেন খান, মাহমুদুল হাসান রোমান, আমিনুল ইসলাম উজ্জ্বল, মাইনুদ্দিন মুন্সি, রিয়াজ শরীফ, রফিকুল ইসলাম তোতা , মাহফুজ, জেলা যুবদলের সদস্য জিয়া শিকদার, দেহেরগতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাসান মাহমুদ বরকত বিশ্বাস, সদস্য সচিব মো. জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম,কেদারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ কাউসার হোসেন, রহমতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুবেল হোসেন, সদস্য সচিব ওবায়দুল করিম মোকলেছ,
চাঁদপাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহাজুল ইসলাম, সদস্য সচিব মাসুদ রাড়ি, মাধবপাশা ইউনিয়ন যুবদলের আহবায়ক আতিকুর রহমান সবুজ, সদস্য সচিব রুবেল হোসেন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন যুবদলের নেতা ফারুক মোল্লা, আমির হোসেন প্রমুখ।
সহস্রাধিক নেতাকর্মীদের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

আরো পড়ুন

‎গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় নিহত-১

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। ‎বরিশাল–ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপার এলাকায় দ্রুতগামী অজ্ঞাত পরিবহনের ধাক্কায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *