বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের বাসিন্দা।
বুধবার (২৫জুন) ভোরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওই নারী ও তার একমাত্র ছেলে (১২) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে হৃদয় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ওই নারীর স্বামী বলেন, আমার স্ত্রী ও ছেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। স্ত্রীকে বরিশালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যায়। ছেলে এখনো হাসপাতালে।
এ নিয়ে বরগুনা জেলায় চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩জনে। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ছয়জন।
স্বাস্থ্য বিভাগ বলছে, বরগুনায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।