শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

অন্ধকার থেকে আলোর পৃথিবীতে আসতে হলে বই পড়তে হবে- হামিদ জমাদ্দার

নিজস্ব প্রতিবেদক॥
বই হচ্ছে অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সেতুবন্ধনকারী। নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বই পড়ার কোন বিকল্প নেই। তাই অন্ধকার থেকে আলোর পৃথিবীতে আসতে হলে বই পড়তে হবে।

বুধবার (৪ ডিসেম্বর) নগরীর বেলস্‌ পার্কে বরিশাল বিভাগীয় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (পিআরএল ভোগরত) মুঃ আঃ হামিদ জমাদ্দার এসব কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতির বক্তৃতায় বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার বলেন, বইকে বন্ধু হিসেবে গ্রহণ করলে কেউ পথ হারায় না। এসময় তিনি দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে বেশি বেশি বই পড়ারও আহ্বান জানান।

উল্লেখ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত এই মেলা ৪ ডিসেম্বর থেকে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। বইমেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রকাশনী ও সংস্থার মোট ৭৭ টি স্টল থাকবে। এছাড়া বিভাগীয় প্রশাসন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল টিম কর্তৃক সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে আরো তিনটি স্টল থাকবে। মেলার কার্যক্রম কর্মদিবসে বিকাল তিনটা থেকে রাত আটটা এবং শুক্র ও শনিবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।

বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বরিশাল রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *