মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
tulip

শেখ রেহানার মেয়ে টিউলিপকে বহিষ্কার করছে ব্রিটিশ সরকার!

বাংলাদেশ বাণী ডেস্ক॥

যুক্তরাজ্য সরকার বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর বিষয়ে চিন্তা-ভাবনা করছে। এ লক্ষ্যে সম্ভাব্য বিকল্পদের একটি শর্টলিস্টও তৈরি করা হয়েছে।

লেবার পার্টির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সূত্রে ব্রিটিশ গণমাধ্যম দি টাইমস জানায়, টিউলিপ সিদ্দিকের খালা শেখ হাসিনার সাথে সম্পর্কের কারণে যদি তাকে মন্ত্রিপদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়, তবে মন্ত্রী হিসেবে কাকে নিয়োগ দেয়া হবে, সে বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে সম্ভাব্য বিকল্পদের তালিকা তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

কর্মকর্তারা জানান, যদিও টিউলিপ সিদ্দিক নিজেকে নির্দোষ দাবি করে প্রধানমন্ত্রীর নীতি নিরীক্ষণকারী সংস্থার কাছে তদন্তের দাবি করেছেন, তবুও যুক্তরাজ্যের ক্ষমতাসীনরা তাকে নিয়ে কিছুটা বিব্রত। ফলে ডাউনিং স্ট্রিট টিউলিপ সিদ্দিকের বিকল্প খুঁজছে।

তবে বাংলাদেশের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলার তদন্তের চাপ বাড়লেও, অতীতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার টিউলিপ সিদ্দিকের পাশে দাঁড়িয়ে তার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। স্টারমারের এ অবস্থানের কারণে দ্য টাইমসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেছেন, টিউলিপের বিকল্প প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা তৈরির ধারণাটি পুরোপুরি ভিত্তিহীন।

এছাড়া, টাইমসকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠরা কিছু অনানুষ্ঠানিকভাবে টিউলিপের উত্তরসূরি হিসেবে সম্ভাব্য ব্যক্তিদের বিবেচনা করছেন।

স্টারমারের পক্ষ থেকে এই সমর্থন নিয়ে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে, এবং এর পেছনে নানা কারণ খতিয়ে দেখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

আরো পড়ুন

বরিশালে গৃহকর্মী সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক ।। দিনরাত খেটেও সপ্তাহে একদিনের ছুটি পান না গৃহকর্মীরা। তাদের কাজের নির্দিষ্ট কোনো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *