মোঃ ইউসুফ।।
সাত দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াত প্রায় বিশ হাজার নেতাকর্মী নিয়ে গৌরবোজ্জ্বল অংশগ্রহণ করে।
শনিবার সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক ভিক্টোরিয়া পার্ক (বাহাদুর শাহ পার্ক) থেকে বিশাল মিছিল শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে জাতীয় সমাবেশে মিলিত হয়।
মিছিলের নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর এবং বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার।
মিছিলে অংশগ্রহণকারীরা দলে দলে ব্যানার, প্ল্যাকার্ড ও দলীয় পতাকা বহন করেন। ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন—এই ধরনের দাবি সম্বলিত স্লোগানে মুখর ছিল রাজধানীর রাজপথ।

মিছিলে উপস্থিত ছিলেন—জেলা নায়েবে আমীর ও বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাস্টার আব্দুল মান্নান, জেলা নায়েবে আমীর ড. এস. এম. মাহফুজুর রহমান, জেলা সেক্রেটারি ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের এমপি প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুর রহমান অলিদ ও অধ্যাপক সাইয়েদ আহমদ খান, জেলা কর্মপরিষদ সদস্য ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের এমপি প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবু মুনিম, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, অধ্যাপক মোশাররফ হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুর রহমান, অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, অ্যাডভোকেট আজম খান, অধ্যাপক সাইফুল ইসলাম, নুরুল হক সোহরাব, হাফেজ মাওলানা কাওসার হোসাইন, অধ্যাপক মাসুদুর রহমান শিকদার প্রমুখ।
এছাড়াও মিছিলে অংশগ্রহণ করেন ঢাকা মহানগরীর জামায়াত নেতা সগির বিন সাঈদ।
মিছিল পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা আব্দুল জব্বার বলেন, গণমানুষের অধিকার হরণ, ইসলামবিরোধী কর্মকাণ্ড এবং দমন-পীড়নের প্রতিবাদে আজকের এই সমাবেশ একটি যুগান্তকারী বার্তা দিচ্ছে। বরিশালের জনগণ অতীতেও ইসলাম ও ন্যায়ের পক্ষে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।
জাতীয় এই সমাবেশে বরিশাল জেলা জামায়াতের শৃঙ্খল, সুসংগঠিত ও বিপুল অংশগ্রহণ ঢাকায় নতুন উদ্দীপনার সৃষ্টি করে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।