মোশাররফ মুন্না॥
“শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রম নীতির বাস্তবায়ন অনিবার্য” এই স্লোগানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ০৭ ডিসেম্বর বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি এ্যাড. জহির উদ্দিন ইয়ামিনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী অধ্যাপক সাইফুল ইসলাম এর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুন অর রশীদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার, কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল অঞ্চল পরিচালক জনাব কবির আহমেদ, বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক মশিউর রহমান, সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সম্পাদক সোহেল রানা মিঠু, বরিশাল মহানগর সভাপতি শ্রমিক নেতা মাষ্টার মিজানুর রহমান, পটুয়াখালী জেলা সভাপতি সাইদুর রহমান খান, জেলা উপদেষ্টা মাষ্টার আব্দুল মান্নান, অধ্যাপক সাইয়েদ আহমেদ খান, এ্যাড. রুহুল আমীন খান, নুরুল হক সোহরাব, ঝালকাঠি জেলা সভাপতি মিরাজুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের বরিশাল জেলা সেক্রেটারি আব্দুল কাদের, বরিশাল বারের বিজ্ঞ আইনজীবী এ্যাড. রুহুল আমীন খায়ের প্রমুখ।
দ্বি-বার্ষিক সম্মেলনে নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনার কবির আহমদ তিনি উপস্থিত কাউন্সিলরদের কণ্ঠভোটের মাধ্যমে ২০২৫-২০২৬ সেশনের জন্য বরিশাল জেলায় ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করেন। এতে এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন পুনরায় সভাপতি ও অধ্যাপক সাইফুল ইসলাম পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।