আজিম উদ্দিন খান লালমোহন
ভোলার লালমোহন স্টুডেন্ট ইউনিয়ন আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে চুড়ান্ত পর্যায়ে `ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার’ পক্ষে বিপক্ষে বক্তব্য উপস্থাপন করেন বিতার্কিকরা।
ডিবেটিংয়ে স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে লালমোহন গার্লস মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে হা- মীম রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ।
চুড়ান্ত পর্যায়ে লালমোহন করিমুন্নেসা হাফিজ মহিলা কলেজ ও লালমোহন হা- মীম রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ প্রথম ও সেমিফাইনালে উত্তীর্ণ হয়ে চুড়ান্ত পর্যায়ে আসেন। বুধবার প্রথম ও সেমিফাইনালে আরো চারটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সেগুলো হলো ইসলামিক মডেল মাদরাসা, লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়, আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়, ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়। চুড়ান্ত পর্যায়ে দুটি প্রতিষ্ঠান ফাইনাল রাউন্ডে উঠে।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ। বিশেষ অতিথি ছিলেন লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান সফিকুল হক মিয়া ও বিএনপির লালমোহন উপজেলা যুগ্ম আহ্বায়ক সফিউল্লাহ হাওলাদার।
লালমোহন স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি আশফাকুর রহমানের সভাপতিত্বে ও অফি হাসানের উপস্থাপনায় ডিবেটিংয়ে স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে লালমোহন গার্লস মাধ্যমিক বিদ্যালয় আর কলেজ পর্যায়ে হা- মীম রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ।
এসময় প্রেসক্লাবের সদস্য মাহবুবুর রহমান, আজিম উদ্দিন খান, মাহমুদ হাসান লিটন, সাবেক ছাত্রনেতা নিজাম উদ্দিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা ও বিভিন্ন পর্যায়ের দর্শকরা উপস্থিত ছিলো।
প্রধান অতিথি তার বক্তব্যে বিতর্ক প্রতিযোগিতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, জড়তা কাটিয়ে অল্প সময়ে যুক্তি দিয়ে নিজের মত প্রতিষ্ঠিত করা সফল মানুষের কাজ। বিতর্কের মাধ্যমে সেটা সম্ভব।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।