শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

জেলায় শ্রেষ্ঠ পুরুস্কার পেলেন বানারীপাড়ার রাজিয়া বেগম

মাসুম বিল্লাহ, বানারীপাড়া‍ প্রতিনিধি॥

বরিশালের বানারীপাড়ায় জীবন সংগ্রামে হার নামানা সংগ্রামী নারী  রাজিয়া বেগম এবার পেলেন জেলার শ্রেষ্ঠ জয়িতা সফল জননী নারীর পুরস্কার।

সোমবার  ৯ ডিসেম্বর, ২০২৪ ইং সকালে রোকেয়া দিবসে বরিশাল সার্কিট হাউসে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ প্রতিযোগিতায় বানারীপাড়া উপজেলা এবং বরিশাল জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করে সফল জননী নারী জয়িতার পুরুস্কার গ্রহন করেন রাজিয়া বেগম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার রায়হানকাওসার।
জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ এর উপমহাপুলিশ পরিদর্শক মঞ্জুর মোর্শেদ আলম,বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম,পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন,সিভিল সার্জন ডাক্তার মারিয়া।

পুরস্কার গ্রহনের সময় তাঁর চোখে ছিল আনন্দের অশ্রুজল  আর মুখে ছিল তৃপ্তির হাসি। এ সময় অন্যোন্যর মধ্যে উপস্থিত ছিলেন রাজিয়া বেগমের  স্বামী মোঃ মিজান হাওলাদার, চার কন্য: চাখার সকারী ফজলুল হক কলেজ মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী ফারজানা আক্তার সাথী,বানারীপাড়া ডিগ্রী কলেজের স্নাতক ফাইনাল বর্ষের পরীক্ষার্থী শারমিন আক্তার সুমাইয়া, ডাক্তার সাদিয়া আফরিন হারিছা (রাজশাহী মেডিকেল থেকে মাইগ্রেট অধ্যায়ন রত শেবাচিম),সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী হাবীবা ও নাতী আয়ান।

আরো পড়ুন

খালেদা জিয়ার ত্যাগকে যারা অস্বীকার করে তাদের জনগণ ভোট দেবে না- রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক খালেদা জিয়ার ত্যাগকে যারা অস্বীকার করে, জনগণ কখনোই তাদের ভোট দেবে না বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *