শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিপুল দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

অশোক সেন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারকৃত যুবকের নাম নাহিদ হাসান অপু
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোররাতে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অপু’র নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অপু’র বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বাসা থেকে ৮টি চাপাতি, একটি কুড়াল, ২টি ছোরা, ২টি কাস্তে, ২টি বিদেশী মদের বোতল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তার হওয়া অপুর বিরুদ্ধে কাশিয়ানী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নাহিদ হাসান অপু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। এই গ্রেপ্তারের ফলে এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়ক হবে বলে পুলিশ মনে করছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন

‎গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় নিহত-১

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। ‎বরিশাল–ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপার এলাকায় দ্রুতগামী অজ্ঞাত পরিবহনের ধাক্কায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *