কাজল দে, হিজলা প্রতিনিধি ॥
বরিশালের হিজলা উপজেলায় নারী কন্যার সুরক্ষা করি,সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি ,এই প্রতিপাদ্য নিয়ে বেগম রোকেয়া দিবস ও দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বো আগামীর শুদ্ধতা এ শ্লোগান নিয়ে আন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলাদা আলাদা কর্মসূচী পালন করা হয়েছে।
সোমবার বেলা ১১ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা র্যালী ও বেলা ১২ টার সময় আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেন এর সভাপতিত্বে উপস্তিত ছিলেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ সহ বি এন পি,জামায়াত ইসলামী,ইসলামী আন্দোলন,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক,মুক্তিযোদ্ধা ও নানা পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে রোকেয়া দিবস উপলক্ষে একটি র্যালী ও আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন করা হয়।