নলছিটি প্রতিনিধি॥
ঝালকাঠির নলছিটিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি প্রতিপাদ্য নিয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের এ সম্মাননা প্রদান করা হয়।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম, উপজেলা লেডিস ক্লাব সভাপতি ফারহানা খান মিথিলা প্রমুখ। পরে অতিথিরা উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত উপজেলার ০৩ জন শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। কাজী সোহাগ নলছিটি