নিজস্ব প্রতিবেদক॥
মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল মহানগর জামায়াতের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৬ই ডিসেম্বর বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়ামে মহানগর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা শহিদুল ইসলাম, তারিকুল ইসলাম, মাওলানা শফিউল্লাহ তালুকদার, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, মুহাম্মদ জাফর ইকবাল, শামীম কবির, মোস্তাফিজুর রহমান, অধ্যাপক আনোয়ার হোসাইন,অধ্যাপক সুলতানুল আরেফিন, মুজিবুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ তাদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বৃহত্তর বরিশালের কৃতি সন্তান বিশেষ করে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মেজর এম এ জলিল তাদের অবদান গভীর সাথে শ্রাদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর এবং প্রকৃত স্বাধীনতা পেয়েছে ৫ই আগস্ট ২০২৪ এই স্বাধীনতা রক্ষা করতে হবে। স্বাধীনতার পর থেকেই একটি গ্রুপকে বিভিন্ন চেতনার নাম করে এই দেশকে ধ্বংস করছে,কিন্তু এদেশের ছাত্র ও যুব সমাজ তাদের চালাকি বুঝতে পেরেছে।
এই দেশের শিক্ষার্থীদের মাধ্যমে ৩৬ দিনের বিপ্লবকে সফল করে আধিপত্যবাদের শেকর সমুলে উৎপাটন করে করে দিয়েছে। ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি এই পরাজিত শক্তি যাতে আর এ দেশের জনগণের বুকে চেপে বসতে না পারে সে ব্যাপারে জামায়াত কর্মীদের সতর্ক থাকতে হবে।