নিজস্ব প্রতিবেদক॥
ফ্রি মেডিক্যাল ক্যাম্প, রোগীদের বিশেষ ছাড়, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মোনাজাত সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন করেছে ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশাল । ১৬ ডিসেম্বর সোমবার দিনব্যাপী চলে এসব কার্যক্রম
সকাল ৭টায় হাসপাতালের স্টাফদের নিয়ে একটি র্যালি নগরীর বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন ইসলামী ব্যাংক হাসপাতালের সুপারিনটেনডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ।
এরপর সকাল ৯টায় শুরু হয় ফ্রি মেডিক্যাল ক্যাম্প। এতে মেডিসিন, গাইনি, সার্জারী সহ বেশ কয়েকটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগন সম্পূর্ণ ফ্রি রোগী দেখেন। এসব রোগীদের পরীক্ষা নিরীক্ষায় বিশেষ ছাড় প্রদান করা হয়। ক্যাম্প কার্যক্রম তদারকি করেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল রাজ্জাক।
বিকেল চারটায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঐতিহ্যবাহী বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম। প্রধান আলোচক ও সভাপতি ছিলেন ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালের সুপারিনটেনডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. আল মামুন হোসেন এবং পটুয়াখালী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. আফজাল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা আব্দুল রাজ্জাক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশাসনিক কর্মকর্তা আশিকুল হায়দার মানিক।
দোয়া মোনাজাত পরিচালনা করেন স্টোর ইনচার্জ মাওলানা ওলিউর রহমান। অর্থসহ কোরআন তেলাওয়াত করেন রিসিপশন বিভাগের কর্মকর্তা হাফেজ মাওলানা ইউনুছ খান। ক্যাম্প আয়োজন ও অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মার্কেটিং অফিসার জাকির হোসেন, আনিচুর রহমান, বিভাগীয় ইনচার্জ শরীফ আহমেদ, মামুন-অর-রশিদ, গোলাম আজম, ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, শারমিন আক্তার, লায়লা আক্তার,হাফিজুর রহমান প্রমূখ। এছাড়া প্রায় শতাধিক কর্মকর্তা কর্মচারী উপস্থিত থেকে এসব কার্যক্রমে অংশ নেন।