এম এম রহমান, জেলা প্রতিনিধি ভোলা॥
“সুস্থ দেহ সুন্দর মন দ্বীন কায়েমের আন্দোলন”
এই স্লোগানকে সামনে রেখে জুলাই আন্দোলনের শহীদ নাহিদুল ইসলাম নাইম স্মৃতি আন্তঃথানা ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখা।
গত ১৩ ডিসেম্বর থেকে ভোলা আদর্শ একাডেমি স্কুল মাঠে ১৮টি শাখা নিয়ে এ খেলা শুরু হয়।
১৪ই ডিসেম্বর দ্বিতীয় রাউন্ড এবং ১৫ই ডিসেম্বর সেমিফাইনাল হয়ে আজ ১৬ই ডিসেম্বর বাংলাবাজার ও ভোলা পৌরসভার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন হয়েছে বাংলাবাজার এবং রানার্সআপ হয়েছে ভোলা পৌরসভা। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক গালিব আব্দুল্লাহ, তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির ছাত্রদেরকে মাদক ও অন্যায় কাজ থেকে দূরে রাখতে বেশি বেশি বিভিন্ন খেলার আয়োজন করতে হবে। এ সময় তিনি অনুষ্ঠানে আগত ছাত্রদের শারিরীক ফিটনেস ধরে রাখার জন্য বিভিন্ন খেলায় অংশ গ্রহণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভোলা শহর শাখার সভাপতি আহমেদ হাচনাইন, সেক্রেটারি আব্দুল্লাহ আল আমিন,ক্রিয়া সম্পাদক
মোঃ জিহাদ,মানবসম্পদ সম্পাদক মোঃ আল আমিন সাদ, মাদ্রাসা সম্পাদক আঃ মান্নান হাওলাদার, মানব সম্পদ বিভাগের সদস্য মোঃইউনুছ সহ বিভিন্ন শাখার দায়িত্বশীলগন।