শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
SAAD

সাদ পন্থীদের নিষিদ্ধের দাবিতে বরিশালে তৌহিদী জনতার বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক॥

টঙ্গী ইজতেমা ময়দানে ৪ জন নিহতের ঘটনায় হামলাকারীদের গ্রেফতার ও সাদ পন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
করেছে বরিশালের ওলামায়ে কেরাম এবং তৌহিদী জনতা ।

রোববার সকাল ১১টায় বরিশাল নগরীরর টাউন হল চত্ত্বরে বরিশাল জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম ওবাইদুর রহমান মাহবুব’র সভাপতিত্বে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিকে সমাবেশ শেষে খুনীদের চিহ্নিত করে গ্রেফতার, বিচারের আওতায় আনা, মসজিদসমূহে সাদপন্থীদের সকল কার্যক্রম
নিষিদ্ধ ও বরিশাল নগরীর চৌমাথা মাকরায মসজিদ থেকে সাদ পন্থীদের দখল মুক্ত করাসহ মোট ৪ দফা দাবি জানিয়ে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের বরাবর স্মারকলিপি দিয়েছেন বিক্ষুব্ধ ওলামায়ে কেরাম ও সাধারণ জনতা ।

এসময় আরো উপস্থিত ছিলেন কাশিপুর বহুমুখী মাদ্রাসার মুহতামিম মুফতি নুরুল্লাহ, হেফাজতে ইসলাম বরিশাল মহানগরীর সভাপতি হাফেজ মাও. আব্দুল হালিম, মহানগর ইমাম সমিতির সভাপতি মাও.আব্দুল মান্নান, বরিশাল বিভাগীয় কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি মাও. তৌফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাও. রুহুল আমিন, হোসাইনিয়া মাদ্রাসার মোহতামিম মাও.রফিকুল ইসলাম, চকবাজার এবাদুল্লাহ জামে মসজিদের খতীব মির্জা নুরুর রহমান বেগ প্রমূখ।

আরো পড়ুন

ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক রাজধানীর মতিঝিল থানা এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *