শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
HASAN ARIF
HASAN ARIF

উপদেষ্টা হাসান আরিফের দাফন সম্পন্ন বুদ্ধিজীবী কবরস্থানে

বাংলাদেশ বাণী ডেস্ক ‍॥

অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার দাফন সম্পন্নের কথা জানানো হয়।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে, উপদেষ্টা হাসান আরিফ মৃত্যুতে আজ সোমবার সারাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এছাড়া দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

গত ২০ ডিসেম্বর উপদেষ্টা এ এফ হাসান আরিফ (৮৩) নিজ বাড়িতে অচেতন হয় পড়লে তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি হার্ট অ্যাটাক করেছেন বলে হাসাপাতাল থেকে জানানো হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন

ভোলা জেলার উন্নয়নের রূপকার নাজিউর রহমান মঞ্জু

এম. আমীরুল হক পারভেজ চৌধুরী ।। মুক্তিযোদ্ধা, সাবেক এলজিআরডি মন্ত্রী, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *