রিয়াজ ফরাজি ও এম জামাল, বোরহানউদ্দিন প্রতিনিধি।।
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ভোলার বোরহানউদ্দিনে বিএনপি কর্মী মোঃ সুফিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুলাই ২০২৫) সকালে থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) রিপন কুমার সাহা খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৩ মে রোববার বিভিন্ন পত্রিকায় ” বোরহানউদ্দিনে চাঁদার দাবিতে বৃদ্ধকে কুপিয়ে জখম, অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর রোববার রাতেই থানায় মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, সোমবার সকালে বোরহানউদ্দিন থানা এলাকায় অবস্থান করছিলেন মো: সুফিয়ান। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানান, হত্যার উদ্দেশ্যে জখমের মামলায় সুফিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় লোকজন ও বিএনপি দলীয় সূত্র জানান, সুফিয়ান বিএনপির একজন সক্রিয় কর্মী।
স্থানীয়রা জানান, সুফিয়ান বিএনপির পরিচয়ে এলাকায় ব্যবসায়ীসহ বিভিন্ন জনের কাছ থেকে চাঁদাবাজি করতেন।
মামলার বাদী মো: হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, বোরহানউদ্দিন পৌর ৪ নং ওয়ার্ডের বিএনপি কর্মী সুফিয়ান ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তাঁর বাবা আলী আকবর ওরফে কাঞ্চন মিয়াজীর কাছ থেকে। দাবিকৃত ওই টাকা দিতে অস্বীকার করায় তার বাবাকে কুপিয়ে জখম করেন সুফিয়ান। গুরুতর জখম অবস্থায় আহত বাবাকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) রিপন কুমার সাহা সোমবার সাংবাদিকদেরকে বলেন, ‘অভিযুক্ত সুফিয়ানের বিরুদ্ধে থানায় হত্যার উদ্দেশ্যে জখমের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তাঁকে সকালে থানার সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর আদালতে পাঠিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, রোববার সকাল সাড়ে ১১টার দিকে বোরহানউদ্দিনে চাঁদার দাবিতে পৌর ৪ নং ওয়ার্ডে পঞ্চায়েত বাড়ীর দরজার চৌরাস্তা এলাকায় সেলিমের চায়ের দোকানের মধ্যে কুপিয়ে গুরুতর জখম করেন বিএনপি কর্মী সুফিয়ান। গুরুতর আহত আলী আকবর ওরফে কাঞ্চন মিয়াজী বর্তমানে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহত আলী আকবর ওরফে কাঞ্চন মিয়াজীর ছেলে সুফিয়ান মামলা দায়ের করতে গেলে থানার ভেতরও তার উপর হামলা চালায় বিএনপি কর্মী সুফিয়ান।
অভিযুক্ত গ্রেপ্তারকৃত সুফিয়ানের বাবা মোজাম্মেল হক কাজল পঞ্চায়েতও ছেলের অপরাধের শাস্তি দাবি করছেন। তিনি জানান, তার ছেলে সুফিয়ান এলাকায় দীর্ঘদিন যাবত চাঁদাবাজি করে আসছে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় রোববার একই এলাকার এক বৃদ্ধ কৃষকে আলী আকবর ওরফে কাঞ্চন মিয়াজীর উপর হামলা চালিয়েছে তার ছেলে সুফিয়ান।
বোরহানউদ্দিন উপজেলা যুবদলের সদস্যসচিব জসিম উদ্দিন খাঁন বলেন, সুফিয়ান বিএনপির একজন সমর্থক। তার কোন পদপদবী নেই।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।