শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
attohotta
attohotta

বরিশাল নগরীতে হাতেম আলী কলেজ ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক॥

বরিশাল নগরের ব্যপ্টিস্ট মিশন রোডে নিজ বাসায় এক কলেজছাত্রী ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে পুলিশ তার মরদেহ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে নিয়মানুযায়ী পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

মৃত শাম্মী আক্তার (২২) পটুয়াখালী সদরের শাহজাহান হাওলাদারের মেয়ে ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

কোতোয়ালি মডেল থানার এসআই মিরাজ মোল্লা জানান, বরিশাল নগরের ব্যপ্টিস্ট মিশন রোডের আনোয়ার মসজিদ সংলগ্ন শাহজাহান মিয়ার টিনশেড বাসায় ভাড়া থাকতো শাম্মী। মাঝেমধ্যে অভিভভাবকরাও এখানে এসে তার সঙ্গে থাকতেন। তিনি জানান, সোমবার সকালে ঘরের
আড়ার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় স্থানীয়রা শাম্মীকে দেখতে পান। পরে তাকে পরিচিতজনদের সহায়তায় উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে জানিয়ে এসআই মিরাজ মোল্লা বলেন, প্রেম না পারিবারিক কারণে এ আত্মহত্যা সে বিষয়ে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আর মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

Arest

মেহেন্দিগঞ্জের ‘কিলার সন্ত্রাসী লিটন’ গ্রেফতার

বাংলাদেশ বাণী ডেস্ক॥ পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিএমপি হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ, ১৪টি মামলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *