বাংলাদেশ বাণী ডেস্ক॥
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হয়ে প্রায় ১৭ বছর কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু।
আজ মঙ্গলবার বেলা ১১টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
জানা গেছে, কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজার জিয়ারত করতে যাবেন। সেখান থেকে নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস যাবেন পিন্টু।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।