বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া প্রতিনিধি॥
কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে দু’টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাত ১০ দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের কলেজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা হলেন লোকমান এবং রিয়াজ মিয়ার যৌথ মালিকানাধীন একটি মুদি-মনোহরী দোকান, অপরটি বাহাদুর মিয়ার ওয়ার্কশপ। ওয়ার্কসপ থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক আগুনের লেলিহান শিখা পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে অন্ততঃ দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এসময় স্থানীয় লোকজন প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পোঁছে আগুন পরোপুরি নেভাতে সক্ষম হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।