বরিশাল প্রেসক্লাব সভাপতি সেক্রেটারিসহ নির্বাহী কমিটির সদস্যদের সাথে জামায়াত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় করা হয়।
জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদারসহ মহানগর ও জেলা জামায়াতের নেতৃবৃন্দ ।
এসময় নেতৃবৃন্দ বরিশাল অঞ্চলের সমস্যা সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে সুজোগ অনুযায়ী বরিশালের পরিবর্তনের ক্ষেত্রে অগ্রানী ভুমিকা রাখার আহ্বান জানান।