শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

কলাপাড়ায় গ্রামীণ তরুণদের প্রযুক্তি জ্ঞান বৃদ্ধিতে ‘টেকাব’ প্রকল্পের উদ্বোধন

মনজুর মোর্শেদ তুহিন পটুয়াখালী প্রতিনিধি।।

গ্রামীণ সুবিধাবঞ্চিত তরুণদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কলাপাড়ায় শুরু হয়েছে ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার-অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব-২য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম। যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এ উদ্যোগের আওতায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানের মাধ্যমে বিভিন্ন গ্রামে প্রশিক্ষণ দেওয়া হবে।

উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রকল্পের উদ্ভোদন করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসীন সাদেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবদুর রশিদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক বাদল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকল্পের আওতায় গ্রামীণ তরুণ-তরুণীদের কম্পিউটার চালনা, ইন্টারনেট ব্যবহার, অনলাইনভিত্তিক কাজসহ বিভিন্ন ডিজিটাল দক্ষতায় প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং প্রযুক্তিনির্ভর ডিজিটাল সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত গ্রামীণ তরুণদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে শুধু ব্যক্তিগত দক্ষতাই বৃদ্ধি পাবে না, বরং তারা স্থানীয় ও জাতীয় পর্যায়ে কর্মসংস্থানে অবদান রাখতে সক্ষম হবে।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *