শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪

পায়রা বন্দরে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া প্রতিনিধি ‍॥

চাঁদপুরের জাহাজে সাত শ্রমিক হত্যার রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিচারসহ বিভিন্ন দাবিতে শুরু হয়েছে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট। বৃহস্পতিবার দিবাগত রাত বারোটা থেকে এ ধর্মঘট শুরু হয়। এ কারনে বন্ধ রয়েছে পায়রা বন্দরের পন্য খালাস
কার্যক্রম।

এদিকে গতকাল বৃহস্পতিবার রাত থেকে পায়রা বন্দরের আউটারে এবং ইনারে থাকা সকল মাদার ভ্যাসেল ও লাইটারেজ থেকে পন্য খালাস কার্যক্রম বন্ধ রাখে শ্রমিকরা। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান।

বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের নেতারা জানান, এম. ভি. আল-বাখেরা জাহাজে মৃত শ্রমিকদের প্রতিটি পরিবারের জন্য সরকারি ভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা এবং সকল নৌপথে সন্ত্রাস চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে সরকারের পক্ষ থেকে কোন কার্যক্রম পরিলক্ষিত না হওয়ার কারনে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। রাত বারোটা থেকে মালবাহী, তৈল-গ্যাসবাহী, কয়লাবাহী ও বালুবাহীসহ সকল প্রকার পণ্যবাহী নৌ যান চলাচল এবং পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।

আরো পড়ুন

EXCEDENT

ধলেশ্বরী টোলপ্লাজায় দাঁড়িয়ে থাকা ৩ গাড়িতে বাসের ধাক্কা, নিহত ৫

বাংলাদেশ বাণী ডেস্ক॥ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ ও ঢাকার কেরানীগঞ্জের সীমান্তবর্তী ধলেশ্বরী টোলপ্লাজায় দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *