শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ঝালকাঠিতে যৌতুক মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি

ঝালকাঠি প্রতিনিধি।। 

স্বামী বিরুদ্ধে যৌতুক মামলা করায় বর্তমানে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন আকলিমা বেগম নামে এক নারী। তিনি বলেন, মামলা তুলে নিতে চাপ দিচ্ছে স্বামী মোস্তফা কামাল ও তার পরিবারের সদস্যরা। এতে তিনি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

রবিবার (৩আগস্ট) রাতে ঝালকাঠি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আকলিমা বেগম জানান, ২০২৪ সালের ৮আগস্ট তিনি সহকর্মী মোস্তফা কামালের সঙ্গে রেজিস্ট্রি করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর স্বামী মোবাইল ফোনের দোকান দেয়ার কথা বলে তার কাছ থেকে ধার হিসেবে সাড়ে সাত লাখ টাকা গ্রহণ করেন।

চলতি বছরের মে মাসে আকলিমা স্বামীর অনুরোধে কুমিল্লা থেকে ঝালকাঠিতে আসেন। কিছুদিন পর তাঁরা ঢাকার হিরাঝিল এলাকায় একটি ভাড়া বাসায় থাকতে শুরু করেন। সেখানে বসেই মোস্তফা আরও তিন লাখ টাকা দাবি করেন। আকলিমা টাকা দিতে না পারায় একদিন তার অনুপস্থিতিতে স্বামী মোস্তফা কামাল বাসা থেকে ১লাখ ৬৩হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে ঝালকাঠিতে চলে আসেন। বাধ্য হয়ে আকলিমা নিজেই ঢাকা থেকে ঝালকাঠিতে ফিরে আসেন এবং শ্বশুরবাড়ির লোকজনকে বিষয়টি জানান। কিন্তু তার অভিযোগ বিশ্বাস না করে উল্টো গালিগালাজ করে ঢাকায় পাঠিয়ে দেন তারা। পরে ঢাকায় গিয়ে মোস্তফা কামাল আকলিমাকে শারীরিকভাবে নির্যাতন করেন।

অবশেষে আকলিমা রবিবার ৩আগস্ট ঝালকাঠি আদালতে যৌতুক মামলা করেন। আদালত আসামির নামে সমন জারি করলে মোস্তফা কামাল ও তার পরিবারের সদস্যরা মামলা তুলে নিতে তাকে নানা ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিতে থাকেন। আকলিমা জানান, তিনি এখন খুবই নিরাপত্তাহীনতায় ভুগছেন।

কুমিল্লার বরুড়া এলাকার এরশাদ হোসেনের মেয়ে আকলিমা ও ঝালকাঠির কাঠপট্টি টলারঘাট এলাকার লিয়াকত আলীর ছেলে মোস্তফা কামাল একসময় কুমিল্লার একটি পোশাক কারখানায় সহকর্মী ছিলেন।

আকলিমা বর্তমানে প্রশাসন ও সমাজের সহযোগিতা কামনা করেছেন, যেন তিনি ন্যায়বিচার পান এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *