নিজস্ব প্রতিবেদক॥
বরিশাল নগরী থেকে চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার ও চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল ০৮ জানুয়ারি বুধবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানা পুলিশ আসামীদের গ্রেফতার করেন।
মামলার বাদী মাইনুল ইসলাম হৃদয় তার লিখিত এজহারে জানান, নগরীর পশ্চিম কাউনিয়া সৌদিয়া মসজিদ সড়কের তানহা ভিলা থেকে তার একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায় চোর চক্র। ওই ভবনের সিসি টিভির ক্যামেরা ফুটেজ দেখে আসামী বাহউদ্দিন রাব্বি ও জুয়েল হাওলাদারসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করা হয়।
এজহারের সূত্র ধরে কাউনিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আসামী জুয়েল হাওলাদার ও লিটন খন্দকারকে চেরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। আদালত আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করেন। কাউনিয়া থানার এসআই ইসমাইল হোসেন দৈনিক বাংলাদেশ বাণীাকে জানান, মামলার এজহার ও সিসি টিভির ফুটেজের আলোকে অভিযান চালিয়ে আসামীদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরকেও ধরার চেষ্টা চলছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।