শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশালে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

বিশেষ প্রতিবেদক।।

আজ ১৬ জুলাই বুধবার বিকেল ৩ টায়  বরিশাল জেলা প্রশাসন এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ রায়হান কাওছার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আল, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)  মোহাম্মদ ইমদাদ হুসাইন, বরিশালের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, জুলাই শহীদের পরিবারবৃন্দ ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে আজ ১৬ জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়। এ উপলক্ষে বরিশাল জেলার সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বাদ যোহর শহিদগনের মাগফেরাত কামনায় বরিশাল জেলা কালেক্টরেট জামে মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে শহীদের উদ্দেশ্যে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে অতিথিরাসহ শহীদের পরিবারের সদস্যরা জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *