আগৈলঝাড়া প্রতিনিধি॥
মানুষ মানুষের জন্য এটা আবারও প্রমাণ করলেন বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন। বুধবার রাতে প্রচন্ড শীত উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এতিমখানা ও ছোটমনি নিবাসের এতিম শিশুদের মাঝে নিজ হাতে ইউএনও ফারিহা তানজিন কম্বল উপহার দেন। শতাধিক এতিম শিশুকে নিজ হাতে কম্বল উপহার দিয়ে খুশি তিনি।
উপজেলার বিভিন্ন এতিমখানার মধ্যে বাগধা জামিয়া ইসলামিয়া শামসুল উলুম নেছারিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৬০টি কম্বল, চাঁদত্রিশিরা জামিয়া ইসলামিয়া আজিজিয়া এতিমখানায় ২০টি কম্বল, চাঁদত্রিশিরা শহীদ কর্ণেল এবিএম জাহিদ (চপল) নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ২০টি কম্বল, গৈলা আল-ফারুক এতিমখানা ও মাদ্রাসায় ৩০টি কম্বল, গৈলা ছোটমনি নিবাসের এতিম শিশুদের ২০টি কম্বল, গৈলা ইউনিয়ন পরিষদে অসহায় দরিদ্রদের মাঝে ১১০টি কম্বল ও বাগধা ইউনিয়ন পরিষদে ১১০টি কম্বলসহ মোট ৩শত ৭০টি কম্বল বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন জানান, প্রচন্ড শীতে সারা দেশের ন্যায় আগৈলঝাড়া উপজেলাবাসীও কষ্ট পাচ্ছেন। শীতে কোনো
দুস্থ পরিবার যেন কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। বিশেষ করে মাদ্রাসার প্রায় দুই শতাধিক এতিম শিশুর হাতে কম্বল উপহার দিয়েছি। শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ আমাদের অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন।