শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

উপজেলা নির্বাহী অফিসারকে সংবর্ধনা ও আলীম পরীক্ষার্থীদের বিদায়

নিজস্ব প্রতিবেদক।। 

বরগুনার আমতলী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খানকে সংবর্ধনা ও আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার ২০২৫ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় মাদ্রাসা মিলনায়তনে পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর গাজী মোঃ কাওসারের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নতুন যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খানকে সংবর্ধনা শেষে আলীম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম আরিফ, মাদ্রাসার জমিদাতা সদস্য মো. রফিকুল আলম, ম্যানেজিং কমিটির সদস্য গাজী মোঃ শহিদ, উপ-অধ্যক্ষ মাওলানা মোঃ ইউছুফ আলী।

বক্তারা পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানান।

পরিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরো পড়ুন

জনগণের অধিকার বাস্তবায়নে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ : ড. মাসুদ

মোঃ আল-আমিন, বাউফল বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *