বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
kuakata
kuakata

কুয়াকাটায় সমুদ্র থেকে ১৪ জন পর্যটক উদ্ধার

মহিপুর প্রতিনিধি॥
পটুয়াখালীর কুয়াকাটায় গভীর সমুদ্র থেকে নৌ-পুলিশের সহযোগিতায় ১৪ পর্যটক উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১ কুয়াকাটা ঘুরতে আসা পর্যটক ডা. গোলাম ইসতিয়াক আবির দম্পতি কুয়াকাটা সৈকত থেকে ফাইবার বোটের চালক মোঃ জাকির হোসেনসহ মোট ১৪ জন যাত্রীসহ বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব দিকে চর বিজয় নামক পয়েন্টে ভ্রমণের উদ্দেশ্যে রওনা করে দুপুর ১ টার দিকে চর বিজয় পৌঁছান। ভ্রমণ শেষে বিকেল ৩ টার দিকে চর বিজয় থেকে কুয়াকাটা সমুদ্রসৈকতে ফেরার পথে ঘন কুয়াশার কারণে বোট চালক পথ হারিয়ে ফেলেন। এসময় ডা. গোলাম ইসতিয়াক আবির জরুরী সেবা ৯৯৯ -এ কল করেন।
ডা. গোলাম ইশতিয়াক আবির জানান, ‘পরিবার নিয়ে কুয়াকাটা ঘুরতে আসি। চর বিজয় থেকে ফেরার পথে আমাদের বোটের ইঞ্জিন বিকল হয়ে যায় এবং গতিপথ হারিয়ে ফেলি। তখন আমি দ্রুত ৯৯৯ এ ফোন করি। খবর পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশ আমাদেরকে উদ্ধার করে।’
এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলওয়ার হোসেন বলেন, ‘আমাকে জাতীয় জরুরী সেবা থেকে অবগত করলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাৎক্ষনিকভাবে সঙ্গীয় অফিসার ফোর্সসহ স্পীডবোটযোগে তাদেরকে উদ্ধারের উদ্দেশ্যে রওনা হই এবং দ্রুত তাদের অবস্থান শনাক্ত করে নিরাপদে কুয়াকাটা সৈকতে নিয়ে আসি।’
এরূপ তাৎক্ষণিক পদক্ষেপে ১৪ জন পর্যটক নিরাপদে ও সুস্থভাবে ফিরে আসায় তারা সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বর্তমানে উদ্ধারকৃত পর্যটকরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন।

আরো পড়ুন

হিজলায় গাজা বিক্রেতা পুলিশের হাতে আটক

হিজলা প্রতিনিধি‍॥ বরিশালের হিজলা উপজেলায় গাজাঁ বিক্রেতা কে আধা কেজি গাজা সহ থানা পুলিশের হাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *