শনিবার, মার্চ ১৫, ২০২৫

রাজাপুরে বিএনপি নেতা নাসিম আকনকে চাঁদাবাজির অভিযোগে শোকজ

আসাদুজ্জামান আরেফিন, রাজাপুর:
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনকে চাঁবাজির অভিযোগে শোকজ করেছে ঝালকাঠি জেলা বিএনপি।
বুধবার (৮ জানুয়ারী) ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন স্বাক্ষরিত শোকজ নোটিশ দেয়া হয়েছে। তা সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নোটিশে উল্লেখ করা হয়েছে, জাতীয় নাগরিক কমিটির সদস্যের নিকট চাঁদা দাবী ও হুমকির বিষয়টি বিভিন্ন জাতীয় পত্রিকায় আপনার (নাসিম আকন) নামে সংবাদ প্রকাশিত হয়েছে। ঝালকাঠি জেলা বিএনপির অধীনে রাজাপুর উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে থাকাবস্থায় আপনার বিরুদ্ধে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করার অভিযোগ থাকায় দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনাকে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে কেন অব্যাহতি দেয়া হবে না। তার উপযুক্ত জবাব আগামী ৩ কার্যদিবসের মধ্যে ঝালকাঠি জেলা বিএনপির নিকট দেয়ার নির্দেশনা প্রদান করা হলো।
এবিষয়ে নাসিম উদ্দিন আকন বলেন, আমার বিরুদ্ধে শোকজ নোটিশ তারা দিতেই পারে। আমিও তার উপযুক্ত জবাব দিবো। তবে আমার বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ দেয়া হয়েছে, তা মোটেও সত্যি না। আমার সুনাম ক্ষুণ্ন করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে এবং অপপ্রচার চালাচ্ছে।

আরো পড়ুন

মেহেন্দিগঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় ঐতিহ্য

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ: মাটির তৈরি জিনিসপত্রের ব্যবহার শুরু হয়েছে প্রাচীনকাল থেকে। আমরা দৈনন্দিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *