শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

সচিবালয়ে প্রধান উপদেষ্টা, নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক।। 

উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো সচিবালয়ে এলেন। অন্তর্বর্তী সরকার প্রধানের সচিবালয়ে আসাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

বৃহস্পতিবার সকাল ৯টা ২৫মিনিটে তিনি ৫নম্বর গেট (প্রেসক্লাবের দিকে) দিয়ে সচিবালয়ের প্রবেশ করেন।

সচিবালয়ে নতুন নির্মিত এক নম্বর ভবনের ৫তলায় সকাল সাড়ে ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার আগমন ঘিরে সচিবালয়ে কয়েক স্তরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এক নম্বর গেট ছাড়া অন্য কোনো গেট দিয়ে গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি। এক নম্বর গেটে সোয়াত সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

আরো পড়ুন

মায়ের কিডনি দিয়েও বাঁচানো গেল না ছেলের জীবন

সাকী মাহবুব পাংশা প্রতিনিধি।। রাজবাড়ীর পাংশা উপজেলার মুছিদাহ গ্রামে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। মৃত্যুর কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *