বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

চরফ্যাশনে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প

চরফ্যাশন প্রতিনিধি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চরফ্যাশনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প।

সোমবার (১সেপ্টেম্বর) সকাল ১০টায় ফ্যাশন স্কয়ার প্রাঙ্গণে জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে এবং কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সার্বিক সহযোগিতায় এ ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি কয়ছর আহমেদ কমল, যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভুট্রু এবং উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক কামাল গোলদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জিয়া স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে জানানো হয়, এ ক্যাম্পে উপজেলার কয়েকশ’ চক্ষু রোগীকে ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

আরো পড়ুন

দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন বিএনপির তিনশতাধিক নেতাকর্মী

মোঃ আল-আমিন, বাউফল // পটুয়াখালীর বাউফল উপজেলায় দুধ দিয়ে গোসল বিএনপি ও সহযোগী সংগঠনের তিনশত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *