বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Dr Mitu

সংস্কার, গণপরিষদ নির্বাচন পরে সাধারণ নির্বাচন আমাদের দাবি : ডা. মিতু

বাংলাদেশ বাণী ডেস্ক॥

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু বলেছেন, নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন প্রয়োজন এবং এটি জনগণের অধিকার। সংবিধানের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবেন এবং আমরা প্রথমে সংবিধান সংস্কার ও গণপরিষদ নির্বাচন চাই, তারপর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হোক।

তিনি বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরের সদর রোডে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণের সময় এসব কথা বলেন।

ডা. মিতু আরও বলেন, গত ১৬ বছরে দেশের মানুষ ফ্যাসিবাদী শাসনের কবলে ছিল। গুম, খুন ও অন্যায়-অবিচার প্রথা হিসেবে চলছিল। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সব শ্রেণির মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই অবস্থা শেষ করেছে। এই আন্দোলনে ২ হাজার মানুষ শহীদ হয়েছেন, এবং প্রায় অর্ধলক্ষ মানুষ এখনও চিকিৎসাধীন। তাদের অনেকের হাত-পা হারিয়েছে, অনেকেই হাসপাতালে কাতরাচ্ছেন। তাদের প্রতি একটি স্বীকৃতির প্রয়োজন এবং এই লড়াইয়ে যারা ছিলেন, তাদেরও স্বীকৃতি পাওয়া উচিত।

তিনি বলেন, “আমরা ফ্যাসিবাদের সংবিধান মানি না। সেই সংবিধানকে অবৈধ ঘোষণা করতে চাই এবং নতুন করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রতিষ্ঠা করতে হবে।” তিনি আরও বলেন, সরকার জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র দিতে সম্মত হয়েছে, যা তাদের বড় অর্জন। এই প্রোক্লেমেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং ১৫ তারিখের মধ্যে পেতে তারা রাস্তায় নেমেছেন। তাদের লক্ষ্য জনগণের চাওয়া-পাওয়ার কথা শোনা এবং ভবিষ্যতের চিন্তাভাবনাও জানার।

বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহ্বায়ক শহিদুল ইসলাম সাহেদ, মুখপাত্র ইসরাত জাহান মায়া, শাহাদাত ইসলাম হোসাইন আল সোহানসহ জাতীয় নাগরিক কমিটির স্থানীয় নেতারা।

আরো পড়ুন

gournadi

তারুন্যের উৎসব উপলক্ষে টরকী গালর্স স্কুলে লোকজ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধি‍॥ তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে গৌরনদী উপজেলার টরকী গার্লস স্কুলের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপি বিদ্যালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *