বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
barisal

আ.লীগ যতবার ক্ষমতায় এসেছে বাকস্বাধীনতাকে হত্যা করেছে: রহমাতুল্লাহ

বাংলাদেশ বাণী ডেস্ক॥

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, মৌলিক স্বাধীনতা ও বাকস্বাধীনতা রক্ষার জন্যই স্বাধীনতার সংগ্রাম হয়েছিল। তিনি দাবি করেন, ১৯৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে ক্ষমতায় থেকে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিলেন এবং সেদিন গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। পরবর্তীতে, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, মানুষের বাকস্বাধীনতা নষ্ট করেছে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে প্রচেষ্টা সামাজিক সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রহমাতুল্লাহ।

তিনি আরও বলেন, “গত ১০-১৫ বছরে জনগণ ভোট দিতে পারেনি, কারণ তাদের ভোটের প্রয়োজন ছিল না। এই সময়কালে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ শুধু নিজেদের স্বার্থসিদ্ধি করেছে।”

রহমাতুল্লাহ অভিযোগ করেন, আওয়ামী লীগ খালেদা জিয়াকে হত্যা করার চেষ্টা করেছিল এবং তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্র করেছিল। তবে, আল্লাহর ইচ্ছায় উনারা বেঁচে আছেন। তিনি বলেন, “আল্লাহ মানুষের রক্ষা করেন, যেমন কাবাঘর রক্ষা করেছে আবাবিল পাখির মাধ্যমে, তেমনি বাংলাদেশেও তিনি জনগণকে রক্ষা করেছেন।”

তিনি জনগণকে একত্রিত হয়ে দেশের গণতন্ত্র রক্ষার আহ্বান জানান এবং বলেন, “এ দেশের গণতন্ত্র যেন আর কেউ হত্যা করতে না পারে, সে জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

রহমাতুল্লাহ খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে তার জন্য সকলের দোয়া কামনা করেন। তিনি বলেন, “খালেদা জিয়া গণতন্ত্রের পক্ষে জীবনবাজি রেখে সংগ্রাম করেছেন, কিন্তু তার অবস্থান সরকারের মিথ্যা মামলার শিকার হয়েছে এবং তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে।”

তিনি শেষেও বলেন, বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, যা মোকাবিলা করে একটি শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

আরো পড়ুন

gournadi

তারুন্যের উৎসব উপলক্ষে টরকী গালর্স স্কুলে লোকজ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধি‍॥ তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে গৌরনদী উপজেলার টরকী গার্লস স্কুলের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপি বিদ্যালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *