বাংলাদেশ বাণী ডেস্ক॥
বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, ৫৩ বছরে ষড়যন্ত্রকারী, দুর্নীতিবাজ আওয়ামী দুঃশাসন বারবার বাংলাদেশের উন্নয়নে বাধাগ্রস্ত করেছে।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়ন উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র ও রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সমাজের অবহেলিত বা পিছিয়েপড়া মানুষগুলোর পাশে রাষ্ট্র দাঁড়াবে। যারা বস্ত্রের কষ্টে, স্বাস্থ্যের কষ্টে থাকবে তাদের পাশে রাষ্ট্র দাঁড়াবে এটা নিয়ম। রাষ্ট্র উন্নত হলে সেই কাজ সেই রাষ্ট্র করতে পারে।
গত দুই তিনদিনে আমি কয়েকবার শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছি, সেখানে রোগী এমনভাবে বারান্দায় শুয়ে আছে, একজন সুস্থ মানুষও দুইদিন সেখানে থাকলে সেও অসুস্থ হয়ে যাবে। এ দেশের ট্যাক্স খাজনা আপনারা দেন, তাহলে চিকিৎসা সেবা পাওয়ার নাগরিক অধিকার আপনাদের আছে। ভোট পেয়ে নির্বাচিত সরকারেরও উচিত আপনার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। কিন্তু জনগণের ভোট ছাড়াই যারা ক্ষমতায় ছিল তারা তো স্বাস্থ্য সেবা নিয়ে ভাবেনি। শুধু নিজেদের আখের গুছিয়েছে।
তিনি বলেন, আমরা ছোটবেলা থেকে দেখেছি ভোট হচ্ছে একটি উৎসব। কিন্তু গত ১৫ বছর এ দেশের মানুষ ভোট দিতে পারেনি; আর যিনি জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি তিনি তো জনগণের পক্ষে কোনো কাজ করবে এটাই আশা করা যায় না। তাদের জনগণের ভোটের দরকার ছিল না, তারাও জনগণের জন্য কাজও করেনি।
তিনি বলেন, আধুনিক বাংলাদেশ গঠন করার বীজ বপন করেছিলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি মাত্র সাড়ে ৩ বছরের মাথায় সারা বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে একটি আধুনিক উন্নতমানের দেশে পরিণত করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা তো বসে নেই; সেই আওয়ামী লীগের ষড়যন্ত্র, ভুত, প্রেতাত্মা শেখ হাসিনা বাংলাদেশে আসার মাত্র ১৩ দিনের মাথায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল।
জাগুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান জামালের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জাগুয়া ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোফাজ্জেল হোসেন সরদার।
বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপির সদস্য আলহাজ মন্টু খান ও ছাত্রদলের সাবেক নেতা হেমায়েত হোসেন মুরাদ।