শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

সোলায়মান তুহিন, গৌরনদী বরিশাল প্রতিনিধি।।

‎দেশের অন্যতম ব্যস্ততম সড়ক ঢাকা-বরিশাল মহাসড়ক দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এ মহাসড়ক দিয়ে বরিশাল বিভাগের ছয়টি জেলা ছাড়াও খুলনা ও গোপালগঞ্জের অসংখ্য যাত্রীবাহী যানবাহন প্রতিদিন চলাচল করে।

‎টানা কয়েকদিনের ভারী বর্ষণে বরিশালের গৌরনদী উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের দক্ষিণ-পূর্ব পাশে ভয়াবহ ধস দেখা দিয়েছে। একইসাথে মহাসড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। এতে দূরপাল্লার যানবাহন চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

‎সরেজমিনে গিয়ে দেখা যায় গৌরনদী ‘জিরো পয়েন্ট’ এলাকায়—যেখানে খুলনা-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়ক এবং ঢাকা-বরিশাল মহাসড়ক মিলিত হয়েছে—প্রতিদিন হাজার হাজার যানবাহনের চাপ থাকে। ধসে পড়া সড়ক ও গভীর গর্তের কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

‎গৌরনদী বাসস্ট্যান্ডের ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিক মো. নাসির উদ্দিন বলেন, “এই মোড়ে প্রায় ১৫-২০টি দোকান রয়েছে। একটি লোকাল বাস কাউন্টারসহ এসব দোকান যেকোনো সময় পাশের পুকুরে ধসে পড়তে পারে। এতে ব্যবসায়ীদের চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।”

‎গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরী বলেন, “আমাদের আওতাধীন সড়ক নিয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ধসপ্রবণ দোকানগুলোর অবস্থান পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

‎বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জানান, “টানা বৃষ্টির কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। আপাতত ইটের সলিং দিয়ে মেরামতের কাজ চলছে। বৃষ্টি কমলে বিটুমিন ও পাথরের মাধ্যমে পূর্ণাঙ্গ সংস্কার করা হবে।”

‎গৌরনদী থেকে ঢাকা গামী যাত্রী ডা. সাইফুল ইসলাম বলেন, “ধসে পড়া অংশ দ্রুত সংস্কার না হলে দুর্ভোগ আরও বাড়বে। যানবাহনের গতি কমে যাওয়ায় দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। দোকান ও বাস কাউন্টার হুমকির মুখে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বড় ধরনের প্রাণহানি বা সম্পদের ক্ষতি ঘটতে পারে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *