পটুয়াখালী প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের পরিবেশ বজায় রাখতে পটুয়াখালীর বিচ্ছিন্ন চরাঞ্চলে বাংলাদেশ নৌবাহিনী মোতায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে, নির্বাচনী প্রচারণার প্রথম দিনে, জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নৌবাহিনীর সদস্যরা টহল কার্যক্রম পরিচালনা করেন। এ টহলের মাধ্যমে চরাঞ্চলের নৌপথ ও বিভিন্ন জনসমাগমস্থলে নজরদারি জোরদার করা হয়।
ভোটগ্রহণের আগে ও ভোটের দিন ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নৌবাহিনীর এই নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান নৌবাহিনীর লে. কমান্ডার তানভীর আহসান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।