সোমবার, মে ৫, ২০২৫
kalapara-upazila
kalapara-upazila

কলাপাড়ায় গৃহবধূকে বেঁধে ৬০ ভরি স্বর্ণ দুই লাখ টাকা লুট

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া‍॥

কলাপাড়া পৌরশহরের ঐশি জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকারের চিংগুরিয়া মহল্লার বাসায় তিন সন্ত্রাসী হানা দিয়েছে। তারা বাসার দুই নারীকে হাত, মুখ, চোখ বেধে মারধর করে নগদ দুই লাখ টাকা ও প্রায় ৬০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। শনিবার সন্ধ্যার পরে আনুমানিক সাত টার দিকে এ ঘটনায় হিন্দু অধ্যুষিত ওই মহল্লায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আশপাশে ডাকাতির প্রচার ছড়িয়ে পড়ে। বাসার লোকজন জানান, বাসা ভাড়া নেওয়ার কথা বলে তিন জন তরুণ/যুবক দরজায় নক করে। দরজা খুললে বাসার মধ্যে ঢুকেই গৃহবধূ অর্পিতা সরকারসহ দুই জনকে বেধে মারধর করে আলমারির চাবি নিয়ে নেয়। মুহূর্তের মধ্যে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা নিয়ে যায়। মাত্র ১০-১৫ মিনিটের মধ্যে তরুণ গ্যাংসন্ত্রাসীরা লুটপাট করে বাসার পিছনের দরজা খুলে
সটকে পড়ে। এসময় কোন পুরুষ না থাকায় এ মন ঘটনা ঘটিয়েছে। অর্পিতা সরকার জানান, শনিবার সন্ধ্যার পরে আনুমানিক সাতটা ১০ মিনিটের সময় সামনের দরজায় নক করে ঘর ভাড়া নেওয়ার কথা বলে বাসায় তিনজন তরুণ/যুবক ঢুকেই দরজা বন্ধ করে দেয়। আচমকা তাকে লাথি, কিল-ঘুষি মারতে থাকে ।

চোখ মুখ হাত বেধে ফেলে । একইভাবে তার খালা শাশুড়ি শেফালী কর্মকার কে জিম্মি করে ফেলে। আলমিরার চাবি নিয়ে স্বর্ণালংকার ও টাকা লুটে নেয়। এসময় বাড়ির এক ভাড়াটিয়া অনিমা রাণী সামনের দরজায় নক করলে তিন লুটেরা পেছনের দরজা দিয়ে দ্রুত সটকে পড়ে। বিষয় টি মূহুর্তের মধ্যে ডাকাতির খবর হিসেবে ছড়িয়ে পড়ে।

কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে গিয়েছেন। চুরির জন্য তিনজন ওই বাসায় ঢুকেছিল। স্বর্ণালঙ্কার টাকা পয়সা কী চুরি হয়েছে জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন। ওই পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রকৃত তথ্য জানা যাবে এখবর শুনে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো রবিউল ইসলাম রাতেই ওই বাসায় ছুটে গিয়েছেন।

আরো পড়ুন

দৈনিক সংগ্রামের প্রতিষ্ঠাকালীন সম্পাদক অধ্যাপক আখতার ফারুক

নিজস্ব প্রতিবেদক।। দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন মাওলানা অধ্যাপক আখতার ফারুক। তিনি ১৯২৯ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *