বন্দর প্রতিনিধি ॥
গত ১১ তারিখ রোজ শনিবার চাঁদপুরা ইউনিয়নের চরপত্তনিয়া ওয়ার্ডের মেম্বার মো.আলিম মোল্লা ও রায়পুরা ওয়ার্ডের মেম্বার কাউসার হোসেনের নেতৃত্বে কুন্দিয়ালপাড়া ৬ নং ওয়ার্ডের একটি রাস্তা সংস্কার হয়। রাস্তাটি খুবই জনগুরুত্বপূর্ণ।
সংস্কার কর্যক্রমে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সভাপতি মো.মশিউর রহমান, সহ সভাপতি হেলাল উদ্দিন বিশ্বাস ও ৬নং ওয়ার্ডের সভাপতি মো.আফজাল হোসেনসহ স্থানীয় নেতৃবিন্দু।
আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনগণ । সংস্কারের বিষয়ে আলিম মোল্লা বলেন, সংকটময় মুহূর্তে উপজেলা থেকে সংস্কারের কাজ বরদ্দ না হওয়ায়। এই জনগুরুত্বপূর্ণ কাজ জামায়াতে ইসলামির সহযোগিতায় সংস্কার করতে পারায় জনগণের ভোগান্তি থেকে রক্ষা পাবে।
আমি এই কাজে জামায়াতে ইসলামীর পাশাপাশি সকল সংগঠন কে এমন সহযোগিতার আহবান জানাচ্ছি।
জামায়তে ইসলামির সভাপতি মশিউর রহমান বলেন, আমরা এমন কাজ করতে পাড়ায় আনন্দিত, জনগণের পাশে দাড়াতে পেরে এবং জনগণ আমাদের সর্বচ্চ সহযোগীতা করেন। আমারা চাঁদপুরা ইউনিয়নের যে কয়টি গুরুত্বপূর্ন রাস্তা অবহেলিত রয়েছে সকল রাস্তা জামায়তে ইসলামের উদ্যোগে সংস্কার চলমান থাকবে।
স্থানীয়রা বলেন এই রাস্তাটি কয়েক যুগ আগে হাওয়ার কারনে রাস্তাটির ইট উঠে যাওয়ায় রাস্তা ভেঙে যায়। তাই চলাচলে অনুপযোগী হয়ে পরে এর আগে অনেক বার সংস্কারের দাবি তুলা হলেও কেউ এগিয়ে আসেনি একমাত্র জামায়াতে ইসলামী তাদের নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন। জামায়াতে ইসলামির এই উদ্যেগ নিশ্চয়ই প্রশংসনীয়।