বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

বরিশালে কৃষকের কাছ থেকে ধান কেনাসহ ১০ দাবিতে সমাবেশ

বাংলাদেশ বাণী ডেস্ক॥

ধানের দাম মন প্রতি ১৫০০ টাকা নির্ধারণ ও খোদ কৃষকের কাছ থেকে শস্য কেনাসহ ১০ দাবিতে বরিশালে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় বাকেরগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির আয়োজন করে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট।

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি রণজিৎ মালি কালুর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, জেলা শাখার সদস্য শহিদুল শেখ, বেল্লাল গাজী, ইজিবাইক সংগ্রাম পরিষদ বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি রুবেল হাওলাদার, কৃষক ফ্রন্ট সংগঠক ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বাকেরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি সূর্যভান বেগম, সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্ট বাকেরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রাকিব, সদস্য জুলহাস প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিটি ইউনিয়নে ক্রয়কেন্দ্র খুলে ধানের দাম মন প্রতি ১৫০০ টাকা নির্ধারণ করে খোদ কৃষকের কাছ থেকে এ শস্য করতে হবে। সার, বীজ, কীটনাশকসহ সব কৃষি উপকরণের দাম কমাতে হবে। কৃষকদের কৃষিপণ্য স্বল্পমূল্যে পরিবহন করার জন্য সরকারি পরিবহনের ব্যবস্থা করতে হবে। জুলাই অভ্যুত্থানের রক্তস্নাত বাংলায় যদি কৃষকরা আবারও সিন্ডিকেট আর মধ্যসত্বভোগীদের কাছে জিম্মি হয়ে যান তাহলে শহীদের আত্মত্যাগ বৃথা হয়ে যাবে।

বক্তারা কৃষি বিষয়ে কৃষকসহ সকল অংশীজনদের মতামত নিয়ে কৃষিব্যবস্থা সংস্কার করার জন্য ‘কৃষি কমিশন’ গঠনেরও দাবি জানান।

সমাবেশ শেষে উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর ১০ দফা দাবিতে একটি স্মারকলিপি পেশ করে।

আরো পড়ুন

gournadi

তারুন্যের উৎসব উপলক্ষে টরকী গালর্স স্কুলে লোকজ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধি‍॥ তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে গৌরনদী উপজেলার টরকী গার্লস স্কুলের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপি বিদ্যালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *